মোটরবাইকের ধাক্কায় জখম দুর্গাপুরের গোপালমাঠ সত্যপুর এলাকার বাসিন্দা মানসী বাউড়ির (৩০) মৃত্যু হল। এই দুর্ঘটনায় জখম মৃতের মা রেখা বাউড়িকে দুর্গাপুর বিধাননগর হাসপাতাল এবং মানসী বাউড়ির দুই ছেলে সুরজিত ও অভিজিত বাউড়িকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর নাগাদ গোপালমাঠের বনপুর এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছিলেন এই চারজন। সেই সময় একটি মোটরবাইক তাদের সকলকেই ধাক্কা মারলে গুরুতর জখম হন ৪জনই। রেখা বাউড়িকে বিধাননগর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা আশঙ্কাজনক থাকায় বাকি তিনজনকেই
শনিবার সন্ধ্যায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাত্রে মৃত্যু হয় মানসী বাউড়ির। বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন মানসী বাউড়ির দুই ছেলে।
Like Us On Facebook