পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুকে ঘিরে অশান্ত হয়ে উঠল দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন এফসিআই গেট এলাকা। স্থানীয় মানুষ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয় মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর মুচিপাড়া থেকে আইটিআইয়ের রাস্তা ধরে এক বাইক আরোহী তাঁর ছেলে ও স্ত্রীকে বাইকে বসিয়ে এসফিআই গেটের সামনে দিয়ে যাওয়ার সময় এক বেপরোয়া কন্টেনার বাইকটিকে ধাক্কা মারলে বাইক থেকে তিনজনই পড়ে যান এবং কন্টেনারের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর ছেলের। স্থানীয় মানুষ বাইক আরোহী ও তাঁর স্ত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান বলে জানা গেছে। এই ঘটনার পর ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ পৌঁছালে স্থানীয় মানুষ বেপরোয়া ট্রাকের দাপটে পুলিশের উদাসীনতা ও সিভিল ভলান্টিয়ারদের ডিউটি না করে তোলাবাজির অভিযোগে সরব হয়ে পথ অবরোধ করেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। পুলিশি আশ্বাসে পথ অবরোধ তোলেন স্থানীয় মানুষ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।