প্রবল বর্ষণে ২ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেল-এ ধাক্কা মারায় এক বাইক আরোহীর মৃত্যু হল দুর্গাপুরে। জানা গেছে মৃত ব্যক্তির নাম সৌমেন মুখার্জী। বাড়ী দুর্গাপুরের অমরাবতীতে। সোমবার রাতে ২ নং জাতীয় সড়ক ধরে পানাগড় থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে রাজবাঁধের কাছে বৃষ্টির দাপটে নিয়ন্ত্রন হারিয়ে সজোরে রাস্তার উপর রাখা গার্ড রেল-এ ধাক্কা মারলে সৌমেনবাবু গুরুতর আহত হন। স্থানীয় মানুষজন গৌরীদেবী হাসপাতালে নিয়ে গেলে সৌমেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সৌমেনের মৃত্যুতে অমরাবতীতে শোকের ছায়া নেমে আসে। জাতীয় সড়ক কর্তৃপক্ষের উদাসীনতায় প্রত্যেকদিন ঘটে চলেছে জাতীয় সড়কে মৃত্যু মিছিল, অভিযোগ সৌমেনের পড়শিদের। সৌমেনের পরিবারও অহেতুক রাস্তার মাঝখানে জাতীয় সড়কে গার্ড রেল রাখার জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করে অবিলম্বে রাস্তার মাঝখান থেকে গার্ড রেল সরানোর দাবী জানায়।
Like Us On Facebook