জেলার ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরে এবার নববর্ষের হালখাতা মহরৎ পুজো পাঠ ও মন্দিরে মায়ের দর্শনার্থীদের সমাগম হচ্ছে না। করোনা মোকাবিলায় লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রাখতে মন্দিরে যাতে দর্শনার্থীদের ভিড় না হয় তাই মন্দিরের মূল প্রবেশ দ্বার থেকে প্রস্থান দ্বার সমস্ত দরজা লকডাউনের প্রথম দিন থেকেই বন্ধ রাখা হয়েছে। তাই করোনা মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশকে মান্যতা দিয়ে স্বাস্থ্য বিধি মেনে সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে ভক্তদের ভিড় এড়াতে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির কর্তৃপক্ষ এবার নববর্ষের হালখাতা থেকে নববর্ষের পুজো পাঠ বন্ধ রাখার সিদ্ধান্তের কথা রবিবার সংবাদ মাধ্যমকে জানান।
মন্দিরের পক্ষ থেকে ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দিরের দায়িত্ব প্রাপ্ত সেবাইত অমিত কুমার মুখার্জী বর্ধমান ডটকমকে বলেন, ‘করোনা মোকাবিলায় সরকারের স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়েই লকডাউনের প্রথম দিন থেকেই মন্দিরে দর্শনার্থীদের ভিড় এড়াতে মন্দিরের সমস্ত দরজা বন্ধ রেখেছি। মায়ের দর্শন বন্ধ রাখা হয়েছে।’ অমিতবাবু বলেন, ‘এই প্রথম বার দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙেই করোনা মহামারির জন্য মন্দিরে কোন রূপ ভক্ত সমাগম বা দর্শনার্থীদের জমায়েতের অনুমতি দেওয়া হবে না এবং নববর্ষের হালখাতা মহরৎ পুজো পাঠ হবে না মন্দির চত্বরে। তবে মন্দিরের পরম্পরা মেনেই নিত্য পুজো যেমন প্রতিদিন হয় তেমনই হচ্ছে।’