রাত পোহালেই বৃহস্পতিবার মহানিশায় জেলার অন্যতম প্রাচীন মন্দির দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে মায়ের বাৎসরিক পুজো ও সারা রাত্রি ব্যাপি মহোৎসব। উৎসব উপলক্ষে সারা রাত্রি ধরে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজো ও মহোৎসবের প্রস্তুতি পর্ব শেষ। এখন পুজোর মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছেন ভক্তকুল।

দুর্গাপুরের ভিড়িঙ্গী শ্মশান কালী মন্দিরে বাৎসরিক পুজো ও মহোৎসব উপলক্ষে প্রতি বছরই স্থানীয় প্রচুর ভক্তদের সঙ্গে সঙ্গে দেশ-বিদেশ থেকেও প্রচুর ধর্মপ্রাণ ভক্তদের সমাগম ঘটে। বৃহস্পতিবার লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে মন্দির কর্তৃপক্ষের দাবি। মন্দিরের মহোৎসব উপলক্ষে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে মন্দিরে।

উল্লেখ্য, প্রতি বছরই অগ্রহায়ণ মাসের মহানিশায় ভিড়িঙ্গী কালী মন্দিরের প্রতিষ্ঠা দিবসে পুরাতন মা কালীর মৃন্ময়ী মূর্তির বিসর্জন হয় মন্দিরের পাশের কুমোর বাঁধে। আর নতুন মৃন্ময়ী মায়ের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা উপলক্ষে সারা রাত ধরে হোম যজ্ঞ পুজো অর্চনা মহোৎসব চলে সঙ্গে সারা রাত ধরে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানও চলে। পুজোর পর ভোর রাতে ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। ১৬৭ বছর ধরে একই ভাবে মন্দিরে হয়ে আসছে এই বাৎসরিক মহোৎসব।




Like Us On Facebook