ভারতীয় রেলের বিশেষ উদ্যোগে দুর্গাপুর থেকে যাত্রা শুরু করল ভারত দর্শন এক্সপ্রেস। সোমবার দুর্গাপুরে এক নম্বর প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করল এই বিশেষ ট্রেন। ৬০০ জন যাত্রীকে নিয়ে শুরু হল ১৩ দিনের এই যাত্রা। ১৩ দিনের এই ভ্রমণের খরচ তেরো হাজার টাকা।
দেশের পাঁচটি জ্যোতির্লিঙ্গ দর্শন করাবে এই ভারত দর্শন এক্সপ্রেস। এছাড়া যাত্রীদের আরও বেশ কিছু ধর্মীয় স্থান ঘুরিয়ে দেখাবে এই বিশেষ ট্রেন। ভারতীয় রেলের পর্যটন বিভাগের এক আধিকারিক জানান, উজ্জয়িনী, ওঙ্কারেশ্বর, বডোদরা, সোমনাথ, দ্বারকা, নাগেশ্বর এবং কাশী বিশ্বনাথ সহ স্ট্যাচু অব ইউনিটি দর্শন করাবে এই বিশেষ ট্রেন। দেশের পর্যটন শিল্পে জোয়ার আনতে এই উদ্যোগ। ভারত দর্শন এক্সপ্রেসে বিশেষ আইসোলেশন বগি থাকছে, যেখানে অসুস্থ রুগীর থাকার ব্যবস্থা থাকবে।রেলের এমন উদ্যোগে যাত্রীরাও খুশী।