পূর্ব বর্ধমান জেলার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং মহকুমাগুলিকে ২০১৭-১৮ আর্থিক বছরে সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজের নিরিখে সংবর্ধনা এবং স্বীকৃতি দেওয়া হল শুক্রবার। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ‘স্বীকৃতি ২০১৭-১৮’ শীর্ষক এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা।
বাংলার উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প রূপায়নে সফল জেলার বিভিন্ন মহকুমা, পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতগুলিকে এদিন পুরস্কৃত করা হল। মোট ২৫ টি বিভাগে মনোনীতদের পুরস্কৃত করা হয়। এর মধ্যে ২০ টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং ৪ টি মহকুমা ভিত্তিক স্তরের বিভাগে শুধু মাত্র প্রথম পুরস্কার ও সেরার সেরা মহকুমাকে পুরস্কৃত করা হয়। সামগ্রিকভাবে সেরা পঞ্চায়েত সমিতি বিভাগে প্রথম মেমারি-২, দ্বিতীয় কালনা-২ এবং তৃতীয় গলসি-২। সেরা মহকুমা বিভাগে প্রথম কালনা ও দ্বিতীয় বর্ধমান সদর দক্ষিণ মহকুমা। এছাড়াও সমগ্র পুরস্কার বিতড়নী অনুষ্ঠান জুড়ে ছিল জেলা প্রশাসনের কর্মী ও আধিকারিকদের নানান মনোজ্ঞ অনুষ্ঠান।
সারা বছর ধরেই গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং মহকুমাগুলি বিভিন্ন সরকারি কাজ করে থাকে। সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও তারা সারা বছর ধরেই কাজ করে চলে। কিন্তু সেই কাজের নিরিখে যদি তাদের পুরস্কৃত করা হয় তাহলে তাদের কাজের প্রতি আগ্রহ যেমন বাড়ে, তেমনই তাদের সম্মানিতও করা হয়। আর সেই লক্ষ্য নিয়েই বর্ধমান জেলা প্রশাসন গত কয়েক বছর ধরেই এই পুরস্কার দিয়ে চলেছে।