.
দুর্গাপুরের দামোদর ব্যারেজের বিসর্জন ঘাটে বেনারসের গঙ্গার ঘাটের আরতির আদলে শনিবার সন্ধ্যা থেকে আরতি শুরু হল। স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই আরতি পর্ব শুরু হয় বলে জানা গেছে। দামোদর ব্যারেজের পবিত্রতা রক্ষার্থে এটা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাক্ষণ ট্রাস্টের উদ্যোগ বলে জানান স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন দশজন করে পুরোহিত দামোদর ব্যারেজের বিসর্জন ঘাটে সন্ধ্যায় আরতি করবেন। দুর্গাপুরের মানুষ এসে এই আরতি প্রতিদিন দর্শন করতে পারবেন। এখানে একটি মুক্তমঞ্চ করা হচ্ছে যেখানে বিভিন্ন ধর্মীয় নামগানের আয়োজন করা হবে। চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুরের মানুষের জন্য এটি একটি দর্শনীয় স্থান হিসেবে চিহ্নিত হবে ভবিষ্যতে। এইদিন আরতি অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ রুমা পাড়িয়াল, অঙ্কিতা চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।