.
শীত পড়তেই শীতের দাপটে কাঁকসা থানার কাছে কাঁকসার বন্ধ হয়ে যাওয়া স্বাস্থ্য কেন্দ্রের সামনে থাকা এক ভিক্ষুকের মৃত্যু হল। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ভি়ক্ষুক দম্পতি বেশ কয়েক বছর ধরে কাঁকসার বিভিন্ন এলাকায় ভি়ক্ষাবৃত্তি করেন এবং কাঁকসার বন্ধ একটি স্বাস্থ্য কেন্দ্রে আস্তানা গাড়েন। স্থানীয় মানুষ ভি়ক্ষুক দম্পতিকে বিভিন্ন সময় আর্থিক সাহায্যও করতেন। মঙ্গলবার রাতে কাঁকসার জঙ্গলমহলের উত্তুরে হাওয়ায় কনকনে শীতের দাপট সহ্য করতে না পেরে মৃত্যু হয় বৃদ্ধ ভিক্ষুকের। বুধবার সকালে স্থানীয় মানুষ ও কাঁকসা থানার সহযোগিতায় এই ভিক্ষুকের সৎকার করা হয়।
Like Us On Facebook