ফের মৌমাছির হানায় আতঙ্ক ছড়াল দুর্গাপুরে। অমরাবতীর পর এবার দুর্গাপুর ইস্পাত নগরীর আর্যভট্ট এলাকায় মৌমাছির কামড়ে আক্রান্ত হলেন ১১ জন। জানা গেছে, আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা। গত শুক্রবার দুপুরে টোটোতে করে দুর্গাপুরের বি-জোনে পিসি রোড থেকে বি-জোন হেল্থ সেন্টারে যাচ্ছিলেন দুর্গাপুরের দিনবন্ধু পথ এলাকার বেশ কয়েকজন। তখনই আর্যভট্ট এলাকায় ঝাঁক ঝাঁক মৌমাছি আক্রমণ করে তাঁদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৌমাছির হানায় জখম হন ১১জন। সকলকে নিয়ে যাওয়া হয় ইস্পাত হাসপাতালে। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বনদফতর কোন ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন এলাকাবাসী। গুরুতর জখম হন দীনবন্ধু পথ এলাকার ৬৭ বছরের মায়া দত্ত, ৩৮ বছরের মমতা দত্ত, ১২ বছরের অগ্নিভ দত্ত সহ আরও এক ব্যাক্তি। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শনিবার এই ঘটনায় ইস্পাত নগরীর আর্যভট্ট এলাকায় মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় মানুষজন বলেন, ‘দুর্গাপুরের বিভিন্ন এলাকায় ঘন বন জঙ্গল রয়েছে, সেই সব রাস্তায় প্রচুর মৌচাক রয়েছে। মৌমাছির আতঙ্কে রয়েছে বিভিন্ন এলাকার মানুষ। রাস্তায় মানুষ যানবাহন নিয়ে চলাচল করছে, হঠাৎ করে মৌমাছির আক্রমণ ঘটছে।

Like Us On Facebook