একশো দিনের কাজের প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানো, ক্ষেতমজুরদের পেনশন দান, কৃষকদের ফসলের লাভজনক দাম দেওয়া, কৃষি ঋণ মুকুব করা সহ ১২ দফা দাবিতে শুক্রবার দুর্গাপুরের কাঁকসা বিডিও কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করল বামপন্থী দলগুলো।
কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন ও আদিবাসী অধিকার মঞ্চের সদস্যরা এদিন কাঁকসার বিডিও কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন কৃষক সভার নেতা জনার্দন চট্টোপাধ্যায়, সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমল হালদার, সিপিএম বিধায়ক সন্তোষ দেবরায় ও সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার প্রমুখ। এদিন কাঁকসার বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে একটি স্মারকলিপি দেওয়া হয়। বিক্ষোভ শেষে অমল হালদার বলেন, ‘বিজেপি সরকার মানুষের কথা ভাবছে না। নিজেদের প্রয়োজনেই কাজ করছে। বাজেটে দেখা গেল একশো দিনের কাজের বরাদ্দ কমিয়ে দিয়েছে বিজেপি সরকার। মানুষ চরম দুর্দিনের মধ্যে পড়েছে। মানুষের রুজি রোজগারে টান পড়ছে। যতদিন এই সব অন্যায় চলবে বামপন্থীরা এর প্রতিবাদ করবে রাস্তায় নেমে।’ এদিনের বিক্ষোভ প্রদর্শনের আগে প্রতিবাদ মিছিলে বহু মানুষ অংশ নেন।