স্থায়ী বাসিন্দা হিসাবে স্বীকৃতি আদায়ের জন্য দুর্গাপুর শিল্পাঞ্চল বস্তি কল্যান সমিতির সদস্যরা সোমবার দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মরকলিপি দিল। সমিতির সদস্যদের অভিযোগ ইস্পাত নগরী সংলগ্ন রঘুনাথপুর, ধোবিঘাট, বিজুপাড়া সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় ৭০ বছরের অধিক সময় ধরে তাদের পরিবারগুলির বাস। স্থায়ী রেশন কার্ড ও ভোটার কার্ড থাকা সত্বেও বাসস্থানের বৈধতা দিচ্ছে না প্রশাসন, এদিন এডিডিএ অফিসের সামনেও বাসস্থানের স্বীকৃতির দাবিতে বিক্ষোভ দেখায় সমিতির সদস্যরা। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বস্তি কল্যান সমিতির দাবি খতিয়ে দেখার আশ্বাস দেন বলে জানা গেছে।
Like Us On Facebook