দামোদর ব্যারেজের ৩১ নং লকগেট ভেঙে জল বেরিয়ে যাচ্ছে। তাই ওই লকগেটটিকে সারাইয়ের কাজ শুরু করতে জোর তৎপরতা শুরু করেছে ডিভিসি কর্তৃপক্ষ এবং রাজ সরকার। ডিভিসি এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দুর্গাপুরে পানীয় জলের সঙ্কট যাতে না হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, ‘দুর্গাপুরে যেমন পানীয় জলের সমস্যা হবে না, তেমনই পূর্ব বর্ধমানে বন্যা পরিস্থিতি তৈরি হবে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য প্রশাসন। কিন্তু লকগেটগুলি খুলে দিয়ে জল বের করে ৩১ নং লকগেটটির সংস্কার করা হবে। এই জন্য প্রয়োজনীয় সময় লাগবে।’ ডিভিসি ও সেচ দফতরের আধিকারিকদের সূত্রে জানা গেছে, ৩১ নং লকগেটে ফ্লোটিং লকগেট বসানো যাবে না। তাই দামোদরের সমস্ত জল বের করে দিয়ে ৩১ নং লকগেটটির সংস্কার বা পাল্টানো হবে। তাঁরা আরও জানান, ৪৮ ঘন্টার মধ্যে পরিস্থিতি ফের স্বাভাবিক হয়ে যাবে।