শনিবার শাঁখারিপুকুর উৎসব ময়দানে বর্ধমান পৌর উৎসব ২০১৯-এর উদ্বোধন করলেন বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবছর উৎসবের থিম – ‘আবর্জনা স্বর্ণকণা’। উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। পৌর উৎসবের উদ্বোধন উপলক্ষে এদিন উৎসব ময়দানে হাজির ছিলেন রাজ্যের নগরোন্নয়ন দফতরের বিশেষ সচীব ড. সুব্রত গুপ্ত, জেলাশাসক বিজয় ভারতী, পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, সদর মহকুমা শাসক তথা বর্ধমান পুরসভার প্রশাসক পুস্পেন সরকার সহ জেলা প্রশাসনের আধিকারিক এবং বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলররাও।

এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের নগরোন্নয়ন দফতরের বিশেষ সচীব তথা বর্ধমানের প্রাক্তন জেলাশাসক ড. সুব্রত গুপ্ত বলেন, ‘পৃথিবীতে একমাত্র মানুষই জঞ্জাল সৃষ্টি করে, অন্য কোন জীব নয়। তাই মানুষকেই এই জঞ্জাল মুক্ত করার দায়িত্ব নিতে হবে। প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পুর্নব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার করতে হবে।’ এবারের উৎসবে বিভিন্ন সামগ্রীর শতাধিক স্টল হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় এবং কলকাতার শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।



Like Us On Facebook