বর্ধমান পৌরসভার উদ্যোগে উৎসব ময়দানে আগামী ২৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বর্ধমান পৌর উৎসব ২০১৬’। এই উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সোমবার এক সাংবাদিক সম্মেলনে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান ডাঃ স্বরূপ দত্ত উৎসবের দিনক্ষণ ঘোষণা করেন। তিনি আরও বলেন বর্ধমান পৌর উৎসবের উদ্বোধন করবেন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার অবজারভার অরুপ বিশ্বাস। বর্ধমান পৌর উৎসব ২০১৬-র থিম ‘বর্ধমানের স্বাভিমান নারী শক্তির উত্থান’। এবার বর্ধমান পৌর উৎসবের বিশেষ আকর্ষণ থাকছে মন্ত্রী স্বপন দেবনাথ পরিচালিত যাত্রা ‘ওগো বিষ্ণুপ্রিয়া’। এছাড়াও আরও দু’টি যাত্রাপালা অভিনীত হবে – ‘পরিবর্তনে জন্ম রহস্য’ ও ‘আবার আসছে সত্যযুগ’। এছাড়াও থাকছে নচিকেতার গান, চন্দ্রবিন্দু ও ভূমি ব্যান্ড। বর্ধমানের প্রায় ৫০০ সঙ্গীতশিল্পী ও ৬০০ নৃত্যশিল্পী পৌর উৎসবে তাঁদের অনুষ্ঠান পরিবেশন করবেন। চেয়ারম্যান ডাঃ স্বরূপ দত্ত আরও বলেন,”আমাদের চিরন্তন ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও কৃষ্টিকে কেন্দ্র করে এই উৎসব বর্ধমানের জনজীবনে একটি বাড়তি মাত্রা সংযোজন করবে। উৎসবের অন্যতম অঙ্গ হিসাবে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা।”