শনিবার থেকে বর্ধমানের শাঁখারীপুকুর হাউসিং মাঠে শুরু হল বর্ধমান পৌর উৎসব ২০২৩। এদিন উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়, অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়, রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা উৎসবের উদ্বোধক আশীষ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, পৌরপতি পরেশচন্দ্র সরকার, উৎসব কমিটির সভাপতি সেখ নুরুল আলম সহ একাধিক আধিকারিক এবং বিধায়ক ও পৌরসভার প্রতিনিধিরা।

এদিন দর্শকদের দু’কলি টপ্পা গান গেয়ে মোহিত করে দেন শ্রীকুমার চট্টোপাধ্যায়। অভিনেত্রী শতাব্দী রায়ও গান গেয়ে শোনান। বক্তব্য রাখতে গিয়ে এদিন উদ্বোধক আশীষ বন্দোপাধ্যায় মেলার উপযোগিতা নিয়ে বলেন। বর্ধমান পৌর উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, এবারে উৎসবের থিম করা হয়েছে ‘ইতিহাসের বর্ধমান, উন্নয়নে বাড়ছে মান’। এদিন পুরপ্রধান পরেশচন্দ্র সরকার জানিয়েছেন, বর্ধমান পুরসভা নিয়ত চেষ্টা করে চলেছে বর্ধমানের উন্নয়নের জন্য। রাস্তাঘাট, ড্রেনেজ, সৌন্দর্য্যায়ন যেমন ঘটেছে তেমনি সাধারণ মানুষের স্বার্থেও পুরসভা কাজ করে চলেছে। উল্লেখ্য, এদিন শাঁখারীপুকুরের এই উৎসব ময়দানের গেটের উদ্বোধন করেন পুরপ্রধান পরেশ সরকার। উৎসব কমিটির সভাপতি সেখ নুরুল আলম জানান, ২৩-৩১ ডিসেম্বর পর্যন্ত চলা এই অনুষ্ঠানে কলকাতার নামী শিল্পীদের পাশাপাশি শহরের বহু শিল্পী ও বিভিন্ন স্কুলের কচিকাঁচারাও নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন।

Like Us On Facebook