ফাইল চিত্র

বর্ধমান পুরসভার উদ্যোগে ২২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ধমান পৌর উৎসব ২০১৮। বর্ধমান শহরের শাঁখারি পুকুর উৎসব ময়দানে উদ্বোধন হতে চলা এবারের উৎসবের থিম – বর্ধমান জানে, অহিংসার মানে। বর্ধমান পৌর উৎসব উদ্‌যাপন কমিটির সেক্রেটারি তথা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত কুমার গুহ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, এবছরের উৎসবে বাজেট ৪১ লক্ষ টাকা। ২২ ডিসেম্বর উৎসবের উদ্বোধন করবেন চলচ্চিত্র অভিনেতা তফা বিধায়ক চিরঞ্জিত চট্টোপাধ্যায়। ৩০ ডিসেম্বর পর্যন্ত চলা উৎসবে বর্ধমানের শিল্পীদের পাশাপাশি প্রতিদিনই থাকবেন অতিথি শিল্পীরাও। বর্ধমানের ক্লাসিক্যাল ব্যান্ড ‘পরম্পরা’-র পাশাপাশি থাকছে দোহার, দুর্নিবার। আসছেন সংগীতশিল্পী সিধু, অনিন্দ্য, লগ্নজীৎ, মধুরা, দেবজিৎ সাহা, শিলাজিৎ প্রমুখরাও।

উৎসব উপলক্ষে ১৬ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত থাকছে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক প্রতিযোগিতা। উৎসবে মোট ১৫০ টি স্টল থাকছে। প্রকাশিত হবে ‘অহিংসা’ বিষয়ে একটি স্মরণিকা। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় হিংসা ছড়ালেও বর্ধমানে তার আঁচ লাগেনি। এবছর নেলসন ম্যান্ডেলার শততম জন্মজয়ন্তী এবং গান্ধীজির ১৫০ তম জন্মজয়ন্তী বর্ষ। তাই এবারের পৌর উৎসবের থিম করা হয়েছে ‘বর্ধমান জানে, অহিংসার মানে’। এদিন পুরসভার সভাঘরে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে অমিতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন পুরসভার সচিব জয় রঞ্জন সেন, প্রাক্তন কাউন্সিলার তথা উৎসব কমিটির উপদেষ্টা খোকন দাস, সুশান্ত প্রামাণিক প্রমুখরা।

খোকন দাস জানিয়েছেন, বর্তমানে বর্ধমান পুরসভায় কোনও নির্বাচিত পুরবোর্ড নেই। প্রশাসক পুরসভা পরিচালনা করছেন। এই অবস্থায় বর্ধমান পৌর উৎসব এবছর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। কিন্তু পৌর উৎসবের মাথায় জনপ্রতিনিধিরা থাকলেও প্রধান কাজগুলি করে থাকেন পুরসভার কর্মীরাই। তাই এবারের পৌর উৎসব হতে কোনও বাধা নেই। যাঁরা প্রত্যেক বছর পৌর উৎসবকে সফল করে থাকেন, তাঁরাই দায়িত্ব নিয়ে এবছরও উৎসব করবেন।

ফাইল চিত্র
Like Us On Facebook