দীর্ঘ প্রায় আট মাস পর বুধবার সকাল থেকে বর্ধমান-আসানসোল লাইনে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। করোনা মোকাবিলায় প্রায় আট মাস বন্ধ থাকার পর এদিন বর্ধমান-আসানসোল এবং বর্ধমান-রামপুরহাট লাইনে পূর্ব রেলের লোকাল ট্রেন চালুর সিদ্ধান্তে যাত্রীরা খুশি। সপ্তাহ তিনেক আগে শিয়ালদহ, হাওড়ার বিভিন্ন শাখায় লোকাল ট্রেন চালু হলেও বর্ধমান-রামপুরহাট এবং বর্ধমান-আসানসোল লাইনে চালু হয়নি লোকাল ট্রেন।
রেল সূত্রে জানা গেছে, এখন আপাতত আসানসোল থেকে বর্ধমান যাওয়ার জন্য সারাদিনে মোট চারটি ট্রেন চলবে। দুর্গাপুর থেকে বর্ধমান যাওয়ার ট্রেনের সময় হল সকাল সাতটা (৭.০০), ন’টা একচল্লিশ (৯.৪১), সন্ধ্যা সাতটা এগারো (১৯.১১) এবং রাত দশটা চার মিনিটে (২২.০৪)। দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার ট্রেনের সময় সাতটা পনেরো (৭.১৫), দশটা চার (১০.০৪), বিকেল চারটে পাঁচ (১৬.০৫) এবং সন্ধ্যা ছটা পনেরো (১৮.১৫) । এদিনের লোকাল ট্রেন পরিষেবা শুরুকে কেন্দ্র করে দুর্গাপুর রেল স্টেশনে রেল কর্মীদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। স্বাস্থ্য বিধি মেনে ট্রেন চলাচল করার সমস্ত ব্যবস্থা করা হয় রেলের পক্ষ থেকে।
প্রথম দিনে যাত্রী সংখ্যা কম থাকলেও যাত্রীদের দাবি আরও বেশি সংখ্যায় ট্রেন চালালে তবেই স্বাস্থ্য বিধি মেনে চলাচল সম্ভব। রেলের নিত্যযাত্রীরা বলেন, বাসে যাতায়াত করে ভাড়া বেশি লাগছে এবং সুরক্ষা কম। যাত্রীরা নিয়ম মেনে মাস্ক পড়ে এবং শারীরিক দুরত্ব বজায় রেখে যাতায়াত করলে করোনা সংক্রমণ থেকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে। স্টেশনে নজর রাখা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করা এবং মাস্ক ছাড়া কোন যাত্রী থাকলে রেল কর্মীরা তাঁদের মুখে মাস্ক লাগিয়ে নেওয়ার নির্দেশ দিচ্ছেন।