দুর্গাপুরের অন্যতম বিগ বাজেটের দুর্গাপুজো বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। থিম পুজোয় দর্শকদের মন কেড়ে বহু পুরস্কারে পুরস্কৃত এই ক্লাব। এবার দুর্গাপুরের অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো ৫৩ বর্ষে পদার্পণ করল। কিন্তু করোনা কাঁটায় পুজো কমিটি পুজোকে কাটছাঁট করে সরকারের স্বাস্থ্য বিধি মেনে একচালের পুজো করার সিদ্ধান্ত নিয়েছে। পুজোতে থাকছে না কোন থিম। থাকছে না বাহারি আলোকসজ্জা।

কেবলমাত্র স্থানীয় মানুষকে করোনা আতঙ্ক সরিয়ে মনে আনন্দ দিতে একদমই সাদা মাটা পুজো করা হবে বলে জানান অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সম্পাদক সোনা চট্টোপাধ্যায়। সোমবার সেই উপলক্ষে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব ভবনে খুঁটি পুজো হয়। ঢাকে কাঠি পড়ে। ঘট আগমণে ক্লাবের সদস্যরা অংশ নেন। সোনা চট্টোপাধ্যায় বলেন, ‘এবার পুজোয় আড়ম্বর থাকছে না ঠিকই, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সদস্যরা পুজোর চার দিন বিভিন্ন সামাজিক কাজে নিজেদের নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’


Like Us On Facebook