নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে প্রশাসনের ধারাবাহিক অভিযান শ্লথ হতেই ফের দুর্গাপুরের বিভিন্ন বাজারে নিষিদ্ধ কম ঘনত্বের প্লাস্টিক ক্যারিব্যাগ রমরমিয়ে ব্যবহার শুরু হয়েছে।
রবিবার সপ্তাহের ছুটির দিনে ব্যস্ত বাজারগুলির মধ্যে দুর্গাপুরের প্রাণকেন্দ্র বেনাচিতি বাজারে রমরমিয়ে চলল নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যগের ব্যবহার। কোন কোন সতর্ক ব্যবসায়ী ৫১ মাইক্রণের ছাপ দেওয়া সাদা ক্যারিব্যাগ ব্যবহার করলেও বেশীরভাগ ব্যবসায়ী প্রশাসনিক নির্দেশের তোয়াক্কা করলেন না। অনেক ব্যবসায়ী এবং বাজার করতে আসা মানুষজন কম ঘনত্বের প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে প্রশাসনের নজরদারি আরও কঠোর করার পাশাপাশি ক্রেতাদেরও ৫০ মাইক্রণের নীচের প্লাস্টিক বর্জন করার আহ্বান জানান। দুর্গাপুর শহরকে প্লাস্টিক মুক্ত করতে প্রশাসনের সঙ্গে সঙ্গে ক্রেতা ও বিক্রেতাদেরও সচেতন হতে হবে বলে জানালেন বাড়ি থেকে থলি হাতে নিয়ে বেনাচিতি বাজারে বাজার করতে আসা জনৈক ক্রেতা।