বাঁকুড়ার বারিকুল থানার আহত পুলিশ আধিকারিক রবিলোচন শীটের অবস্থা স্থিতিশীল। বুধবার দুর্গাপুর মিশন হাসপাতাল সূত্রে এখবর জানা গেছে। সোমবার রাতে বারিকুল থানার শ্যামাডি গ্রামের কাছে এক দুষ্কৃতীর তরোয়ালের কোপে বারিকুল থানার পুলিশ আধিকারিক রবিলোচন শীটের ডান হাতের কব্জি কেটে যায়। পুলিশ সুশান্ত কিস্কু নামের ওই দুষ্কৃতীকে ধরে ফেলে। অপরদিকে গুরুতর আহত রবিলোচন বাবুকে প্রথমে বাঁকুড়া হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে দুর্গাপুরের মিশন হাসপাতালে ভর্তি করা হয়।

ডেপুটি মেডিক্যাল সুপার ডাঃ দেবাশিষ ঘোষ, মিশন হাসপাতাল

মিশন হাসপাতাল সূত্রে জানা গেছে সোমবার রাতেই রবিলোচন বাবুর হাতের কব্জিতে জটিল অস্ত্রোপচার করেন বিশেষজ্ঞ শল্য চিকিৎসকরা। বর্তমানে রবিলোচন বাবুর অবস্থা স্থিতিশীল। মিশন হাসপাতালের ডেপুটি মেডিক্যাল সুপার ডাঃ দেবাশিষ ঘোষ বর্ধমান ডট কমকে বলেন, ‘রবিলোচন বাবুর হাতের কব্জির জটিল অস্ত্রোপচার সাফল্যের সঙ্গেই হয়েছে সোমবার রাতে। অনেকটা সময় নষ্ট হয়েছে এবং প্রচুর রক্তপাত হয়েছে দুর্ঘটনার পর। প্রচুর শিরা-উপশিরা কেটে গিয়েছিল। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা সাধ্যমত সেই সব শিরা-উপশিরা মেরামত করেছেন। এখন সময়ই বলবে রবিবাবুর হাত আগামীদিনে কতটা সাড়া দেবে। বর্তমানে রবিবাবু স্থিতিশীল।’