হোয়াটস্ অ্যাপে পাঠানো লিঙ্কে টাচ করতেই দুর্গাপুরের বেনাচিতির এক মোবাইল রিচার্জ ব্যাবসায়ীর ব্যাঙ্ক থেকে নিমিষে উধাও হয়ে গেল সমস্ত টাকা। একটু অসতর্কতার জন্য খোয়াতে হল কুড়ি হাজার টাকা। ব্যবসায়ী শেষমেষ পুলিশের দ্বারস্থ হয়ে খোয়া যাওয়া টাকা উদ্ধারের আশায় দিন গুণছেন।
গত ৩ জানুয়ারি দুপুরের ঘটনা। দুর্গাপুরের বেনাচিতির জেকে পাল লেন মোড়ের মোবাইল রিচার্জ ও মানি ট্রান্সফার করার ব্যাবসায়ী সতীশ আগরওয়াল। দীর্ঘ দিন ধরে তিনি এই ব্যবসা করছেন। সতীশবাবু বর্ধমান ডটকমকে জানান, ৩ জানুয়ারি দুপুরে হঠাৎ করে আমার মোবাইলে একটি কল আসে। আমি সেই সময় ব্যবসায়ের কাজেই ব্যস্ত ছিলাম। হঠাৎ করে মোবাইলের ও প্রান্ত থেকে একটা লিঙ্ক পাঠানো হয়। আমি অসতর্ক অবস্থায় লিঙ্কে হাত দিতেই আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। আমার সেই সময় কুড়ি হাজার দু’শত ছাব্বিশ টাকা বত্রিশ পয়সা ছিল। দেখি আমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে কুড়ি হাজার টাকা উধাও। সঙ্গে সঙ্গে ব্যাংকে দৌড়াই। এবং পুলিশের দ্বারস্থ হই। দুর্গাপুর থানার সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছি। পুলিশ তদন্ত করে দেখছে। এই ঘটনার পর ব্যবসায়ী সতীশ আগরওয়াল বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি বলেন, ‘আমি ছোট ব্যবসায়ী। মোবাইল রিচার্জ এবং মানি ট্রান্সফার করার কাজ করি। অসতর্কতার কারণে ব্যাঙ্ক থেকে ব্যবসায়ের সমস্ত টাকা গায়েব হয়ে গেল। আমার পুলিশের উপর ভরসা রয়েছে। আমি চাই অবিলম্বে পুলিশ দোষীদের চিহ্নিত করে দোষীকে ধরে আমার টাকা উদ্ধার করে দিক।’