স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য বালাপোশ তৈরির প্রশিক্ষণ কেন্দ্রের উদ্ধোধন হল পূর্ব বর্ধমানের মেমারিতে। শুক্রবার মেমারি ১ নম্বর ব্লকের কৃষক বাজারে প্রশিক্ষণ কেন্দ্রের সূচনা করেন মন্ত্রী সাধন পাণ্ডে। এদিনের উদ্ধোধনী অনুষ্ঠানে ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা উপস্থিত ছিলেন।
মেমারির পারিজাতনগর, মহেশডাঙ্গা ক্যাম্প, পাল্লা ক্যাম্পে বালাপোশ তৈরির চল আছে বহুদিন ধরে। এলাকার অনেক মহিলা তাদের জীবিকা নির্বাহ করেন শুধুমাত্র বালাপোশ তৈরি করেই। তবে আগে সরকারি সুযোগ সুবিধা বা ঋণ পাওয়া যেত না। এখন স্থানীয় প্রশাসন এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের উদ্যোগে বালাপোশ তৈরিতে নিযুক্ত মহিলারা উৎসাহ পাচ্ছেন। চাইলেই মিলছে বিভিন্ন সরকারি সুবিধা। পাওয়া যাচ্ছে ব্যাঙ্ক লোন। যাতে তাঁদের ব্যবসার বহর বাড়ছে। বাড়ছে আয়ের পরিমাণ। মন্ত্রী সাধন পাণ্ডে বিডিও সহ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের জেলার আধিকারিকদের নির্দেশ দেন কোন মহিলা যেন সমাজসাথী বিমার বাইরে না থাকেন। কারণ বীমার প্রিমিয়াম দেয় রাজ্য সরকার। তিনি মহিলাদের জানান আপনাদের সুযোগ সুবিধা সরকার দিচ্ছে। সেই সব সুযোগ বুঝে নিতে হবে মহিলাদেরই। মন্ত্রী সাধন পাণ্ডে ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নার্গিস বেগম, বিডিও সহ স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের আধিকারিকরা।