কলকাতার বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে দুর্গাপুর পৌরসভা দুর্গাপুরের বিভিন্ন মার্কেট, শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতালের বৈদ্যুতিন পরিকাঠামো এবং অগ্নি প্রতিরোধ সরঞ্জামের হালহকিকত জানতে বিশেষ উদ্যোগ নিল। বুধবার দুর্গাপুর পৌরসভার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব ও ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জির নেতৃত্বে দুর্গাপুর পৌরসভার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ও কর্মীরা দুর্গাপুরের সিটি সেন্টারের হোটেল, শপিং মল, হাসপাতালে অভিযান চালান।
যে সব সংস্থায় বৈদ্যুতিন পরিকাঠামো এবং অগ্নি প্রতিরোধ ব্যবস্থায় ত্রুটি রয়েছে তাদের প্রাথমিক ভাবে আজ সতর্ক করা হয়েছে বলে জানা গেছে। দুর্গাপুরের সিটি সেন্টারের জাংশন মল, বিগ বাজার, তানিশক, হেল্থ ওয়ার্ল্ড, সিটি রেসিডেন্সিতে এদিন অভিযান চালানো হয়। জানা গেছে, তানিশক শোরুমের অগ্নি প্রতিরোধ ব্যবস্থার সরঞ্জাম নিয়ে সন্তুষ্ট নন দুর্গাপুর নগর নিগম। কর্তৃপক্ষকে ত্রুটিপূর্ণ সরঞ্জাম ঠিকঠাক করার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুর পৌরসভার বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব বলেন, বাগরি মার্কেটের ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আমরা আগাম সতর্কতা নিতে এই অভিযান শুরু করেছি। এই অভিযান নিয়মিত চলবে।’