চিকিৎসায় গাফলতিতে শিশু মৃত্যুর অভিযোগ উঠল দুর্গাপুরের মিশন হাসপাতালের বিরুদ্ধে। এই ঘটনায় বৃহস্পতিবার মিশন হাসপাতাল চত্ত্বরে উত্তেজনা ছড়ায়। মৃত শিশুটির পরিবার চিকিৎসকদের গাফলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ দেখালে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বলে জানা গেছে।

জানা গেছে, মৃত শিশুটির নাম প্রিয়াংশু কুমার (৩)। মৃত শিশুটির মা প্রিয়াঙ্কা কুমারী দুর্গাপুর মহকুমা হাসপাতালের নার্স। বাবার নাম শৈলেন্দ্র কুমার। মৃত শিশুটির পরিবারের অভিযোগ, প্রিয়াংশুকে বুধবার দুপুরে পেটে ব্যাথা নিয়ে মিশন হাসপাতালে ভর্তি করলে চিকিৎসরা চিকিৎসা শুরু করলেও প্রয়োজনীয় টেস্ট করাননি। শিশুটি পেটের ব্যাথায় ছটফট করতে থাকে। আমরা চিকিৎসক ও নার্সদের ছেলের ইউএসজি করতে বলি, কিন্তু আমাদের কথায় কান দিলনা হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। বুধবার সারাদিন আমাদের ছোট্ট শিশু যন্ত্রনায় কষ্ট পেয়ে বৃহস্পতিবার সকালে মারা গেল। মৃত শিশুটির বাবা-মায়ের অভিযোগ, শিশুটি মারা যাওয়ার পর সবাই দৌড়ে এল। আগে যদি আমাদের ছেলেকে একবার দেখতো তাহলে ছেলেকে এইভাবে বিনা চিকিৎসায় মরতে হত না। মৃত শিশুটির বাবা-মা বলেন, ‘আমরা থানায় অভিযোগ জানিয়ে এর বিচার চাইব।’

এদিকে মিশন হাসপাতালের সুপার ডাঃ পার্থ পাল মৃত শিশুটির বাবা ও মায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিশুটির চিকিৎসায় আমাদের চিকিৎসকদের কোন গাফলতি ছিল না। শিশুটি কাওয়াসাকি রোগে আক্রান্ত ছিল। এই রোগে হৃদযন্ত্রের রক্ত নালিতে সংক্রমণ হয়। এই রোগে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়। তখন কিছু করার থাকে না। এই শিশুটির ক্ষেত্রেও তাই হয়েছে।’ ডাঃ পাল বলেন, ‘এর আগে শিশুটির দক্ষিণ ভারতের হাসপাতালে চিকিৎসা হয়েছে। বুধবার অসুস্থ শিশুটিকে ভর্তি করা হয় আমাদের হাসপাতালে। চিকিৎসকরা সাধ্যমত চেষ্টা করছেন।’

Like Us On Facebook