গত বুধবার রাতে বিজেপি কর্মী তথা অণ্ডালের বিজেপি সভাপতি সোমনাথ মোদককে পুলিশ গ্রেফতার করে। কাঁকসার বিজেপি কর্মী সন্দীপ ঘোষ খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে দুর্গাপুরে বিজেপির ডিসিপি কার্যালয় ঘেরাও অভিযানে মুখ্যমন্ত্রীর ছবিতে কাদা লেপে দেওয়া ও থানার পাঁচিল ভেঙে দেওয়ার অভিযোগে পুলিশ ৯ জনকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে। তারমধ্যে সোমনাথ মোদকও আছেন বলে জানা গেছে।
পুলিশের এই ধরপাকড়ে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ২৪ ডিসেম্বর সিটি সেন্টারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।এবার আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বুধবার পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইকে সঙ্গে নিয়ে উখরা ও অণ্ডালের বিজেপি কর্মীদের সঙ্গে মিলিত হলেন। অণ্ডালের বিজেপি নেতা সোমনাথ মোদকের বাড়িতে গিয়ে সোমনাথবাবুর পরিবারের সাথে দেখা করে স্থানীয় বিজেপি কর্মীদের মনোবল চাঙা করেন বাবুল সুপ্রিয়।