বুধবার দুপুর ২টো নাগাদ প্রয়াত প্রাক্তন শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিরুপম সেনের মরদেহ বর্ধমানের জেলখানা মোড়ে তাঁর বাড়িতে আনা হয়। সেখানে পরিবারের সদস্যরা মাল্যদান করেন। দুপুর ২টো ১৫মিনিট নাগাদ মরদেহ বর্ধমানের সিপিএমের জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসু ও রবীন দেব সহ বহু দলীয় কর্মী সমর্থক।

নিরুপম সেনের মরদেহে মাল্যদান করেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব সহ পূর্ব বর্ধমান জেলার বাম নেতারা। পশ্চিম বর্ধমান জেলার বাম নেতা বংশগোপাল চৌধুরী, পঙ্কজ রায় সরকার প্রমুখ নিরুপম সেনের মরদেহে মাল্যদান করেন। মরদেহে মালা দেন বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়, কংগেসের জেলা সভাপতি আভাষ ভট্টাচার্য প্রমুখ। এরপর বিকেল সাড়ে ৪টে নাগাদ এক বিরাট শোকমিছিল পার্কাস রোড পার্টি অফিস থেকে বের হয়ে জিটি রোড, বিসি রোড হয়ে নির্মলঝিলে এসে পৌঁছায়। সেখানেই নিরুপমবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়।

উল্লেখ্য, দীর্ঘ রোগভোগের পর ২৪ ডিসেম্বর ভোরে প্রাক্তন শিল্প ও বাণিজ্যমন্ত্রী নিরুপম সেন সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭২ বছর৷ সোমবার থেকে মরদেহ রাখা ছিল পিস হাভেনে। বুধবার সকালে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় দিলখুশা স্ট্রিটে সিপিএমের পাবলিক রিলিফ কমিটির অফিসে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় এজেসি বোস রোডের সিটু অফিস এবং আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। শ্রদ্ধা জানান বাম নেতা-কর্মীরা। এরপর মরদেহ নিয়ে আসা হয় বর্ধমানে।






Like Us On Facebook