দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনের বাসিন্দা স্কুল পড়ুয়া প্রেমা গড়াইয়ের স্বপ্ন সফল হল। প্রিয় গায়কের সঙ্গে ১০০মিটার দৌড়ে নামলেন প্রেমা। প্রেমা স্বপ্নেও ভাবতে পারেননি যে তাঁর প্রিয় গায়ক বাবুল সুপ্রিয় কখনও একশো মিটার দৌড়ে পাশাপাশি তাঁর সঙ্গে দৌড়াতে পারেন। কিন্তু সোমবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে এমন ঘটনাই ঘটল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে সভাস্থল পরিদর্শন করতে এসে অষ্টাদশী প্রেমার স্বপ্ন পূরণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ঠিক যেমনটা গত লোকসভা নির্বাচনের আগে প্রচারে আসানসোলের বিভিন্ন মাঠে ময়দানে গিয়ে ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সঙ্গে খেলে মানুষের মন জয় করে নিয়েছিলেন বাবুল।
সোমবার নেহেরু স্টেডিয়ামে প্রতিদিনের মতোই প্রাকটিস করছিলেন স্প্রিন্টার প্রেমা গড়াই। তাঁর প্রিয় গায়ক বাবুল সুপ্রিয়কে মাঠে পেয়ে ছবি তোলার আবদার করলে বাবুল তাঁর সেই আবদার পূরণ করতে তাঁর সঙ্গে একশ মিটার দৌড়ে নামেন। এরপর বাবুল প্রেমার থেকে এক ইঞ্চি পিছনে দৌড় শেষ করে প্রেমাকে জিতিয়ে দিয়ে উপস্থিত সাংবাদিকদের বললেন, ‘হার কে দিল জিতনেওয়ালেকো বাজিগর কেহতে হ্যায়।’ বাবুলের সঙ্গে ১০০ মিটার রেসে নেমে নিজের অনুভূতির কথা বলতে গিয়ে প্রেমা বলেন, ‘আমার প্রিয় গায়কের সঙ্গে দৌড়ে নেমে দারুণ লাগছে। উনি ইচ্ছাকৃতভাবে আমাকে জিতিয়ে দিয়েছেন। আমি স্বপ্নেও ভাবতে পারছি না যে আমি ওনার সঙ্গে দৌড়ালাম। অসাধারণ অনুভব।’