নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় সাংসদ বাবুল সুপ্রিয় দুর্গাপুরে ইসিএলের বিভিন্ন খনি ও খরাপ্রবণ এলাকায় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করলেন। আসানসোলে বিভিন্ন খনি এলাকায় বাবুলের দেওয়া কয়েকটি ট্যাঙ্কার বেশ কিছুদিন ধরে জল সরবরাহ করছে। এবার পাণ্ডবেশ্বর এলাকায় পানীয় জলের অভাব দূর করতে উদ্যোগ নিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। পাণ্ডবেশ্বর এলাকায় পানীয় জলের অভাবে প্রতিবছরই এলাকার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। গ্রীষ্মকালে পানীয় জলের আকাল চরম আকার নেয়। লোকসভা নির্বাচনে প্রচারের সময় এলাকা ঘুরে পানীয় জলের অভাব প্রত্যক্ষ করে এলাকাবাসীকে পানীয় জল দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন সাংসদ বাবুল। গ্রীষ্মের হাওয়া পড়তেই এলাকায় পানীয় জল সংকট শুরু হয়ে গেছে। যাতে পানীয় জলের আকাল চরম আকার না নেয় তার জন্য বাবুল ১০ টি পানীয় জল সরবরাহকারী ট্যাঙ্কার দিয়েছেন বলে জানা গেছে। পাণ্ডবেশ্বরের জেমুয়া সহ বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ চলছে প্রতিদিন। এলাকাবাসীও খুশি বাড়ীর দুয়ারে বিশুদ্ধ পানীয় জল পেয়ে।
Like Us On Facebook