১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শুক্রবার সকালে এইডস সচেতনতায় বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংস্থা মিছিল বের করে। দুর্গাপুরের কাদা রোডের নিষিদ্ধ পল্লীর দুর্বার সমিতির স্বশাসিত বোর্ড ‘আমরা পদাতিক’-এর পক্ষ থেকে এইডস সচেতনতায় মিছিল বের হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাসের নেতৃত্বে মহকুমা হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মীদের নিয়ে এইডস প্রতিরোধে প্রচার মিছিল বের হয়।
বিশ্ব এইডস দিবস উপলক্ষে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে ডাক্তার, নার্স ও কর্মীদের নিয়ে এইডস বিষয়ে জনসচেতনতা বাড়াতে দুর্গাপুরের বৈদ্যনাথপুর থেকে গৌরবাজার পর্যন্ত একটি র্যালির আয়োজন করা হয়।
কুলটির নিয়ামতপুরে দুর্বার সমন্বয় কমিটির উদ্যোগে বিশ্ব এইডস দিবস উপলক্ষে একটি জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয়। নিয়ামতপুরের নিউ রোডে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন কুলটি থানার আইসি রাহুল মন্ডল।