শহরের টোটো-অটোর লড়াইয়ে শুক্রবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল দুর্গাপুরের সিটি সেন্টারের বাসস্ট্যান্ড এলাকা। দু’পক্ষের দু’জন গুরুতর আহত হন। কমবেশি আঘাত লাগে আরও ৫ জনের। শেষমেশ লড়াই থামাতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিবাদমান দুই পক্ষই শাসকদল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের দুই গোষ্ঠীর কর্মী। শুক্রবার সকালে যাত্রী তোলাকে কেন্দ্র করে টোটোর সঙ্গে অটো চালকের বিবাদ শুরু হয়। তারপরেই অটো ও টোটো চালকরা একে অপরের বিরুদ্ধে দোষারোপ শুরু করে দিয়ে লাঠিসোটা নিয়ে মারধর শুরু করে দেয়। মারধরের ঘটনায় মহম্মদ সিকন্দর নামে এক টোটো চালক ও উত্তম প্রধান নামে এক অটো চালক গুরুতর আহত হন। মহম্মদ সিকন্দরকে উদ্ধার করে সিটি সেন্টারের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। অপরদিকে অটো চালক উত্তম প্রধানকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পর দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙ্গুল তুলে দুর্গাপুরে অটো ও টোটো পরিষেবা বন্ধ করে দেয়। খবর সংগ্রহ করা পর্যন্ত অটো ও টোটো পরিষেবা কার্যত বন্ধ রয়েছে দুর্গাপুরে। এদিকে হঠাৎ করে অটো ও টোটো পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী সাধারণও চরম দুর্ভোগে পড়েছেন। যাত্রীরা বারবার টোটো-অটোর পরিষেবা নিয়ে অসন্তোষে এবার সুষ্ঠ পরিষেবা পাওয়ার দাবিতে দুর্গাপুর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানান।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



Like Us On Facebook