টোটো দৌরাত্ম্য রুখতে ১৩ নভেম্বর দুর্গাপুরে অটো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিল আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুরের অটো ইউনিয়নের কর্মীরা। চার দফা দাবিতে ১৩ নভেম্বর দুর্গাপুরে অটো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত হলেও তারমধ্যে দুর্গাপুরে টোটোর দৌরাত্ম্য অন্যতম প্রধান কারণ বলে জানা গেছে। এছাড়া সিএনজি গ্যাস অমিল, পারমিটের সমস্যাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলেও অটো ইউনিয়ন সুত্রে জানা গেছে।
শনিবার সকালে অটো ইউনিয়ন অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে শহরে টোটো দৌরাত্ম্য রুখতে ১৩ নভেম্বর দুর্গাপুরে অটো পরিষেবা বন্ধের সিদ্ধান্তের কথা জানান অটো ইউনিয়ন কর্তা প্রদীপ বিশ্বাস। প্রদীপবাবুর অভিযোগ, পুলিশ ও প্রশাসনকে বার বার টোটো নিয়ে অভিযোগ জানিয়ে কোন ফল না পেয়ে বাধ্য হয়ে শহরের বুকে ১৩ নভেম্বর অটো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হল। দুর্গাপুরের মানুষ শহরের বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য অনেকটাই অটোর উপর নির্ভরশীল। ১৩ নভেম্বর অটো পরিষেবা বন্ধ থাকলে সাধারণ মানুষকে যে চুড়ান্ত দুর্ভোগে পড়তে হবে সে কথা বলার অপেক্ষা রাখে না।