এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী অটো উল্টে অটোর চালক সহ পাঁচ যাত্রী গুরুতর আহত হল। শুক্রবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সিটি সেন্টারের কবিগুরু সরণিতে। অটোটি বিধাননগর হাসপাতালের অটো স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ভগৎ সিং মোড়, কবিগুরু সরণি হয়ে সিটি সেন্টারের বাস স্ট্যান্ডে আসছিল।

জানা গেছে, এদিন অফিস টাইমে অটোটি কবিগুরু পৌঁছানোর পর রাস্তায় আটোটির সামনে হঠাৎই একটি দ্রুতগামী বাইক এসে পড়ে। বাইকটিকে বাঁচাতে গেলে যাত্রীবাহী অটোটি উল্টে যায়। এই ঘটনায় অটোর চালক সহ সমস্ত যাত্রী আহত হন। অটোর চালকের আঘাত গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় ও পথ চলতি মানুষ উদ্ধারকার্যে হাত লাগান। অটো চালকরাও খবর পেয়ে ছুটে আসেন। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। নিয়ম অনুযায়ী যাত্রী সুরক্ষায় একটি অটো চালক সহ পাঁচ যাত্রী বহন করতে পারে। এক্ষেত্রে অটোতে চালক সহ ছয়জন যাত্রী বহন করার পর দুর্ঘটনা ঘটায় পুলিশের নজরদারি নিয়েও ফের প্রশ্ন চিহ্ন দেখা দিল যাত্রীদের মধ্যে।



Like Us On Facebook