.

আসানসোল থেকে দুর্গাপুরের মুচিপাড়া গামী একটি মারুতি গাড়ির সঙ্গে বিধাননগর থেকে দুর্গাপুর স্টেশন গামী একটি অটোর সংঘর্ষে অটোর তিন যাত্রী গুরুতর আহত হয়। রবিবার ঘটনাটি ঘটে দুর্গাপুরের হ‍্যানিম্যান সরণিতে জাতীয় সড়কে ওভার ব্রিজের নীচে। পুলিশ খবর পেয়ে আহত অটোর যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, অবস্থা বেগতিক বুঝে অটো ও মারুতি গাড়ির চালকর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্ঘটনাপ্রবণ এই হ‍্যানিম্যান সরণিতে জাতীয় সড়ক ওভার ব্রীজের কাছে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অথচ এই দুর্ঘটনাপ্রবণ রাস্তায় কোন ট্রাফিক পুলিশ নেই। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করেছে।

Like Us On Facebook