মহকুমা পরিবহণ দফতর বেআইনি অটো ধরতে অভিযান শুরু করেছে। এরই প্রতিবাদে শুক্রবার বিকেলে দুর্গাপুর মহকুমা শাসকের ভবনের পরিবহণ দফতরে বিক্ষোভে সামিল হন অটো চালকেরা। দিন কয়েক আগে পারমিট না থাকায় এক অটো চালককে আটক করে মোটা টাকা ফাইন করা হয় বলে অভিযোগ।
অটো চালকদের অভিযোগ, সরকারের গতিধারা প্রকল্পে তঁআরা অটো কিনেছিলেন। দীর্ঘদিন ধরে মহকুমা মোটর ভেহিক্যালস তথা পরিবহণ দফতরে রুটের বৈধ পারমিটের জন্য আবেদন জানিয়েও মিলছে না বৈধ পারমিট। পুজোর মুখে মোটর ভেহিক্যালস দফতরের এই অভিযানে সমস্যায় পড়েছেন অটো চালকেরা। একদিকে বৈধ পারমিট না মেলায় যত্রতত্র যাতায়াতে যেমন অসুবিধায় পড়তে হয় অটোচালকদের ঠিক তেমনই আকস্মিক এই অভিযানে মহা ফাঁপড়ে অটোচালকেরা বলে অভিযোগ। শুক্রবার দুর্গাপুরের মোটর ভেহিক্যালস দফতরের আধিকারিকেরা বিষয়টি নিয়ে অটোচালকদের সঙ্গে বৈঠকে বসেন। মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জী বলেন, ‘শীঘ্রই আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।’