অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক অটোর ব্যাটারি চুরির দৃশ্য দেখা ফেলাই অটো চালক অয়ন মুখার্জীর কাল হল। চোর চোর বলে চিৎকার করায় ব্যাটারি চোর তার দাদাকে ডেকে অটো চালক অয়ন মুখার্জীর উপর উল্টে চড়াও হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যাটারি চোর রাহুল পাশোয়ানের দাদা মনোজ পাশোয়ান অয়ন মুখার্জীকে মেরে ফেলতে গলা লক্ষ্য করে চপারের কোপ দেয়, কোনরকমে অয়নবাবু গলা বাঁচালেও ঘাড়ে চপারের কোপ পড়লে অটো চালক অয়ন মুখার্জী গুরুতর আহত হন। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে অটো স্ট্যান্ডে।
অটো চালকরা বলেন, ‘ব্যাটারি চুরি করতে দেখে চোর চোর বলে চিৎকার করায় রাহুল পাশোয়ান দৌড়ে মহকুমা হাসপাতালে চত্ত্বরে ঢুকে পড়ে ফোনে তার দাদা মনোজ পাশোয়ানকে ডেকে চপার নিয়ে চড়াও হয় অয়নের উপর।’ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্ত রাহুল পাশোয়ানকে আটক করে থানায় নিয়ে যায়। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে আর এক অভিযুক্ত মনোজ পাশোয়ান এখনও অধরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। নিরাপত্তার প্রশ্ন তুলে অটো চালকরা পুলিশি নজরদারি বাড়ানোর দাবি জানান।