দুর্গাপুরে রাতের অন্ধকারে এটিএমের এক নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ দিয়ে চম্পট দিল দুষ্কৃতি। প্রাণ বাঁচাতে রক্তাক্ত নিরাপত্তারক্ষী দৌড়ে থানায় ঢুকে পড়েন। পুলিশ জখম নিরাপত্তারক্ষীকে হাসপাতালে ভর্তি করে। এবং দুষ্কৃতিকে ধরতে শহর জুড়ে মধ্য রাতে তল্লাশি চালায়। কি কারণে নিরাপত্তারক্ষী উপর আক্রমণ তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

দুর্গাপুর থানা এলাকার বেনাচিতি বাজারে এসবিআই এটএম কাউন্টারে গতকাল রাতে কেউ বা কারা এসে এটিএমের নিরাপত্তারক্ষী জয়ন্ত বাউরিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। কোনো রকমে একটু দূরেই থাকা এ-জোন ফাঁড়িতে পালিয়ে যান নিরাপত্তারক্ষী জয়ন্ত বাউরি। পুলিশ জয়ন্ত বাবুকে হাসপাতালে ভর্তি করে। রবিবার সকালে দেখা যায় দুর্গাপুরে বেনাচিতির এই এটিএম কাউন্টারের ভিতরে এবং সামনে রক্তের ছাপ। এটিএম-এর নিরাপত্তারক্ষীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ করেন জখম নিরাপত্তারক্ষীর পরিজনেরা। এটিএম-এ ছিনতাই করতে আসা দুষ্কৃতিদের বাধা দানে কি খুনের চেষ্টা না অন্য কারণ তা তদন্ত করছে পুলিশ।

Like Us On Facebook