ফোনে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে এটিএমের পিন নম্বর বলে দুর্গাপুরের বি জোন নাগার্জুনের বাসিন্দা বুলা আইচ এস বি আই ব্যাঙ্কের ৪৫০০০ টাকা খোয়ালেন। মহালয়ার দিন সকালে এই ঘটনায় দুর্গাপুরে চাঞ্চল্য ছড়ায়। বুলাদেবী আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে মঙ্গলবার মহালয়ার সকালে অচেনা এক ফোন নম্বর থেকে বুলা আইচকে ব্যাঙ্ক আধিকারিক বলে পরিচয় দিয়ে ফোন করে জরুরি ভিত্তিতে এটিএমের পিন নম্বর চাওয়া হয়। বুলা দেবী কিছু বুঝে ওঠার আগেই এটিএম পরিষেবা বন্ধ হয়ে যাবার ভয়ে পিন নম্বর বলে দেন ওই ব্যক্তিকে। এর কিছুক্ষণ পর এটিএম ব্যালেন্স চেক করে চক্ষু চড়কগাছ। বুলা দেবী দেখেন ১৯ সেপ্টেম্বর তিন ধাপে ২০০০০, ২০০০০ ও ৫০০০ টাকা তুলে নেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। জানা গেছে বুলা আইচ একটি ছোট দোকান চালান। বুলা দেবীর অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
Like Us On Facebook