.

শ্রদ্ধা সহকারে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চিতাভস্ম নিয়ে ‘অস্থি কলস যাত্রা’ শুরু করা হয় আসানসোলের বরাকর থেকে । মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ বরাকর নদীর ঘাট থেকে শুরু হয় এই যাত্রা। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রা আসানসোলের বিভিন্ন জায়গা ঘুরে রানিগঞ্জ হয়ে দুর্গাপুরে পৌঁছায়। তারপর সেই কলস যাত্রা পানাগড় হয়ে বীরভূমের জয়দেব ঘাটে শেষ হয়। সেখানে অজয় নদীতে বিসর্জন দেওয়া হয় প্রাক্তন প্রধানমন্ত্রীর চিতাভস্ম। এদিনের এই অস্থি কলস যাত্রায় বিজেপি’র জেলা নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়, সায়ন্তন বসু প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর অস্থি কলস যাত্রায় বহু বিজেপি কর্মী অংশ নেন।


Like Us On Facebook