দুর্গাপুর পশ্চিম বিধান সভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের তৃণমূল কংগ্রেসে যোগদান নিয়ে দুর্গাপুরে জোর জল্পনা চলছে। রবিবার বিশ্বনাথ পাড়িয়ালের ঘনিষ্ঠদের তৃণমূল কংগ্রেসের তপসিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধমানের তৃণমূল কংগ্রেসের অবজারভার মন্ত্রী অরুপ বিশ্বাসের হাত ধরে তৃণমূলে যোগদানের পরই দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের বিশ্বনাথ পাড়িয়ালের তৃণমূলে যোগদানের বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন বিশ্বনাথ পাড়িয়ালের ঘনিষ্ঠরা তৃণমূলে যোগদানের পর আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল দলবদল করে ফের তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের ঝান্ডার তলায় আশ্রয় নিতে পারেন।
এদিকে আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুর শিল্পাঞ্চলে কংগ্রেস ও বাম নেতৃত্বও গত বিধানসভার জোট বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের গতিবিধির উপর কড়া নজরদারি রেখে পাল্টা বিশ্বনাথ পাড়িয়ালের দল বদলে নতুন কৌশল নিতে চলছে বলে জানা গেছে। বিশ্বনাথ পাড়িয়ালের দল বদলের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও জনগনকে ধোঁকা দেওয়ার জন্য আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পাড়িয়াল ও তৃণমূল কংগ্রেস উভয়কেই শিক্ষা দিতে পাল্টা রণকৌশল তৈরি করছে বলে সূত্রের খবর।