বিধানসভার বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি মঙ্গলবার দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল) পরিদর্শন করল। দুই দিন ধরে মঙ্গল ও বুধবার প্রতিনিধিদল ডিপিএলের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে বিধানসভায় রির্পোট জমা করবেন বলে জানা গেছে। বিধান সভার বিদ্যুৎ বিষয়ক প্রতিনিধিদলের চেয়ারম্যান ও বিধায়ক সুখবিলাস শর্ম্মা সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দলে দুর্গাপুরের দুই বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও সন্তোষ দেবরায় সহ পুরুলিয়ার বিধায়ক উমাপদ বাউরি , মেটিয়াবুরুজের বিধায়ক আবদুলখালেক মোল্লাও এই প্রতিনিধিদলে রয়েছেন। প্রতিনিধিদলের সঙ্গে উচ্চপদস্থ সরকারি আধিকারিকরাও রয়েছেন। সুত্র মারফৎ জানা গেছে মঙ্গলবার প্রতিনিধিদল ডিপিএলের কোকওভেন ও পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করে। প্রতিনিধিদলের কাছে ডিপিএলের ম্যানেজিং ডাইরেক্টার মৃনালকান্তি মিত্র সহ ডিপিএলের উচ্চপদস্থ আধিকারিকরা ডিপিএলের কোকওভেন ও পাওয়ার প্ল্যান্ট সর্ম্পকে বিস্তারিত ব্যাখা দেন। জানা গেছে একই ভাবে বুধবারও প্রতিনিধিদল ডিপিএলের ওয়াটার ও ওয়ার্কস্ ডিপার্টমেন্ট পরিদর্শন করে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তারপর বিস্তারিত রির্পোট বিধানসভায় জমা দেবেন প্রতিনিধিদল। এই রিপোর্টের উপরই নির্ভর করছে ডিপিএলের ভবিষ্যত বলে জানা গেছে। দূর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বর্ধমান ডট কম কে বলেন, ‘দুইদিন ধরে বিধানসভার বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ডিপিএলের বিভিন্ন ডিপার্টমেন্ট পরিদশর্ন করে বিধানসভয় রিপোর্ট জমা করবে।’
Like Us On Facebook