অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) রেল ট্রাফিকে কর্মরত এক ঠিকা শ্রমিকের পায়ের উপর দিয়ে লোকো চলে যাওয়ায় ওই শ্রমিকের একটি পা কাটা পড়লে শুক্রবার দুর্গাপুর শ্রমিক মহলে চাঞ্চল্য ছড়ায়। আহত শ্রমিকের নাম বিশ্বজিৎ রুইদাস। বাড়ি দুর্গাপুরের ফরিদপুর এলাকায়।
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৫০ নাগাদ এএসপির রেল ট্রাফিকে কর্মরত বিশ্বজিৎ রুইদাস ইঞ্জিন ও লোকো আলাদা করতে গিয়ে অন্যমনস্কতায় রেলের লোকো বিশ্বজিতের পায়ের উপর দিয়ে চলে যায়। ফলে বিশ্বজিতের একটি পা কাটা পড়ে এবং অন্য পা থেঁতলে যায়। খবর পেয়ে কারখানার আধিকারিক ও অন্যান্য শ্রমিকরা ছুটে আসেন। গুরুতর আহত বিশ্বজিৎকে সহকর্মীরা উদ্ধার করে দুর্গাপুরের বিধান নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
Like Us On Facebook