গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের মোবাইল ও ব্যাগ জমা রাখতে স্কুল কর্তৃপক্ষ টাকা নিয়ে দুর্গাপুরের বেনাচিতি বিবেকানন্দ হাইস্কুল এক নজির গড়ল। মোবাইল ও ব্যাগ পিছু ১০ টাকা করে মোট ২০ টাকা পরীক্ষার্থীদের কাছে নেওয়ায় শনিবার পরীক্ষা শেষে টাকা নেওয়ার টোকেন হাতে ক্ষোভে ফেটে পড়ল দুরদুরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা। ঝাড়খন্ড থেকে আসা পরীক্ষার্থী সন্দিপ বার্নোয়াল, ধানবাদ থেকে আসা পরীক্ষার্থী মহম্মদ ওয়াজিদ আহমেদ ও জামতড়া থেকে আসা পরীক্ষার্থী রঞ্জিত কুমার পিচের অভিযোগ, আমরা বেকার ছেলে চাকরি পাওয়ার আসায় দেশের বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছি কোথাও এই ভাবে মোবাইল ও ব্যাগ রাখার জন্য টাকা নেয় না। সব প্রতিষ্ঠান পরীক্ষার্থীদের জন্য সুব্যবস্থা করে দেয়। বিবেকানন্দ স্কুলও বেকার ছেলেদের জন্য একটু মানবিক হতে পারত। অনেকে বিষয়টি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানোর হুমকিও দেয়। অবস্থা বেগতিক বুঝে পুলিশ সর্দথক ভূমিকা নিয়ে অবস্থার সামাল দেয়। স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারে খোঁজখবর নেব বলে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বর্ধমান ডট কমকে বলেন, দুর্গাপুর মহকুমায় শান্তিতেই গ্রুপ ডি পদের পরীক্ষা হয়েছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই তবে পরীক্ষার্থীদের কাছে টাকা নিয়ে মোবাইল ও ব্যাগ জমা রাখার ফলে যে বিশৃঙ্খলা হয়েছে বেনাচিতি বিবেকানন্দ হাইস্কুলে তা হওয়ার নয় বলেন মহকুমা শাসক। এদিন পরীক্ষার্থীদের অনেক জায়গায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে ও পরীক্ষা শেষে বাড়ি ফিরতে পর্যাপ্ত বাস না পেয়ে প্রাণের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়।
Like Us On Facebook