.

দুর্গাপুরের ডিপিএলের সাত নম্বর ইউনিটের সামনে রাস্তার গোলাইয়ের উল্টো দিকের রাস্তার পাশে একটি গাছের উপর একটি গন্ধগোকুলের দেখা মিললে প্রত্যক্ষদর্শীরা ওই গন্ধগোকুলটিকে দেখতে ভিড় জমায়। একজন উৎসাহিত দর্শক গন্ধগোকূলটিকে ধরতে গেলে ওই গন্ধগোকুলটি তাকে কামড়ে দেয় বলে জানা গেছে। পরে দুর্গাপুরের বন দফতরে খবর দিলে বনকর্মীরা এসে গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Like Us On Facebook