.

গৃহস্থের বাড়ি থেকে একটি গন্ধগোকুল উদ্ধার হলে প্রাণীটিকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। শুক্রবার মেমারি বাসস্ট্যান্ড এলাকায় বাবলু মজুমদারের বাড়ি থেকে উদ্ধার হয় গন্ধগোকুলটি। বাড়িতে গন্ধগোকুল দেখে বাবলুবাবু বন দফতরকে খবর দিলে বন দফতরের কর্মীরা এসে গন্ধগোকুলটিকে খাঁচাবন্দি করেন। গন্ধগোকুল উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষজন ভিড় জামান গন্ধগোকুল দেখতে। পরে বন দফতরের কর্মীরা গন্ধগোকুলটিকে নিয়ে যান উপযুক্ত জায়গায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে। বনদফতর সূত্রে জানা গেছে, মূলত খাবারের সন্ধানেই গন্ধগোকুলটি লোকালয়ে চলে এসেছিল।

Like Us On Facebook