.

মুখ্যমন্ত্রীর নির্দেশে জয় হিন্দ বাহিনী গঠনের পর বৃহস্পতিবার জয় হিন্দ বাহিনীর প্রথম মিছিল হল বর্ধমানে। এদিনের মিছিল ছিল বর্ণময়। কপালে জয় হিন্দ বাহিনীর ফেট্টি এবং জয় হিন্দ বাহিনীর লোগো দেওয়া সাদা টি-শর্টে হাজার হাজার যুবক এদিনের মিছিলে অংশ নেন। বিশাল এই র‍্যালির নেতৃত্বে ছিলেন খোকন দাস, দেবু টুডু, উজ্জ্বল প্রামাণিক সহ তৃণমূলের জেলা নেতৃবৃন্দ। মিছিলটি বর্ধমান শরের উল্লাস থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে বর্ধমান স্টেশনে শেষ হয়। এদিনের মিছিলে ব্যাপক জন সমাগম হয়।


Like Us On Facebook