নোট বাতিলের ফলে সমবায় আন্দোলন জোর ধাক্কা খেয়েছে, ধীরে ধীরে আবার স্বভাবিক হচ্ছে সমবায় ব্যাঙ্কগুলি। দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চন্ডীদাস শাখার উদ্বোধন করতে এসে শনিবার একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের অন্যতম একটি সমবায় ব্যাঙ্ক। আগামীদিনে এই ব্যাঙ্কের প্রভূত উন্নতি ঘটানো হবে। একই সঙ্গে রাজ্যের অন্যান্য সমবায় ব্যাঙ্কগুলিরও উন্নয়নের লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে বলে জানান রাজ্যের সমবায় মন্ত্রী। সমবায় মন্ত্রী ছাড়াও এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সিইও অরুণ কুমার রথও দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের ভূয়সী প্রশংসা করেন।
আজকের অনুষ্ঠানে মন্ত্রী অরূপ রায় ও ডিএসপি’র সিইও অরুণ কুমার রথ ছাড়াও দুর্গাপুর নগর নিগমের মেয়র অপূর্ব মূখার্জী সহ বিশিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।
দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ রায়ের দাবি ক্ষমতায় এসেই ব্যাঙ্কের বর্তমান বোর্ড ব্যাঙ্কের আর্থিক ও প্রযুক্তিগত বিষয়ে প্রভূত উন্নতি ঘটিয়েছে। নোট বাতিলের পর ব্যাঙ্কের গ্রাহকদের কোন অসুবিধায় পড়তে দেয়নি এই সমবায় ব্যাঙ্ক। প্রতিকূলতার মধ্যেও গ্রহকদের পাশে থেকে আজ দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক রাজ্যের এক নম্বর সমবায় ব্যাঙ্কের শিরোপা পেয়েছে।
সমবায় মন্ত্রী একই দিনে প্রন্তিকা সংলগ্ন ডিএসপি এমপ্লয়িজ কো-অপারেটিভ সোসাইটির কেন্দ্রীয় গুদামের উদ্বোধন করেন। ২৫টি রেশন দোকানের প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার ক্ষমতা সম্পন্ন গুদাম ঘরটির উদ্বোধন করে ফের নোট বাতিলে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন মন্ত্রী অরূপ রায়।