বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রবল বর্ষণে ভাসল দুর্গাপুরের লাউদোহার আরতি গ্রাম। বৃষ্টির জেরে ভেঙে পড়েছে প্রায় ১৫ টি মাটির বাড়ি। বেঘর হয়েছেবেশ কয়েকটি পরিবার। গ্রামবাসীরা জানান, প্রত্যেক বছর বর্ষায় একটু বেশি বৃষ্টি হলেই গ্রামে জল ঢুকে পড়ে। তৈরি হয় বন্যা পরিস্থিতির। ফলে সমস্যায় পড়েন গ্রামের মানুষ। গ্রামের মানুষের অভিযোগ, গ্রামের অদূরে রয়েছে দুটি বড় কালভার্ট ও সেচনালা, দীর্ঘদিন সেগুলির সংস্কার না হওয়ায় একটু বৃষ্টি হলেই জলমগ্ন হয় গ্রাম, সমস্যায় পড়তে হয় গ্রামবাসীদের।
গ্রামবাসীদের দাবি, গ্রামের নিকাশি নালাগুলি সংস্কার করতে হবে ও কালভার্টগুলি সঠিক ভাবে বানাতে হবে যাতে বর্ষার জলে ভাসতে না হয় গ্রামের মানুষদের। গ্রামবাসী শেখ মহিদুল ইসলাম জানান, গ্রামের সেচনালা গুলি যদি পাকা করা হয় তাহলেই গ্রামের এই সমস্যা মিটবে। গতকালের প্রবল বর্ষণে জলমগ্ন গ্রামের একমাত্র ঈদগাহ। পঞ্চায়েত সদস্য শেখ নাফিজুল হক বলেন, গ্রামের অদূরে সেচ নালাগুলির সংস্কারের জন্য প্রশাসনিক ভাবে স্থানীয় বিডিও, পঞ্চায়েত প্রধান সকলকেই জানানো হয়েছে। প্রশাসনের কাছে আশ্বাসও পাওয়া গেছে। তবে সেচনালা গুলির সংস্কার ও সেগুলি পাকা করা না হলে গ্রামের এই সমস্যা মিটবে না। তিনি আরও জানান, আজ সকাল থেকেই তাঁরা গ্রামের দুর্গতদের পাশে আছেন, যাদের বাড়িঘর ভেঙে গিয়েছে তাঁদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে।