ফের স্বমহিমায় দলীয় কর্মসূচিতে দেখা গেল দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীকে। শনিবার দুর্গাপুরের বেনাচিতির স্বর্ণকার ভবনে তৃণমূল কংগ্রেস আয়োজিত বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে এক কর্মীসভায় স্বমহিমায় উজ্জ্বল উপস্থিতি দেখা গেল দুর্গাপুরের পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জীকে।
এদিনের সভায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতা উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জি, ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়, দুর্গাপুরের ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শরবিন্দু বিশ্বাস সহ শিল্পাঞ্চলের অন্যান্য তৃণমূল নেতা-কর্মীরা।
গত বিধানসভা নির্বাচনে অপূর্ব মুখার্জী দুর্গাপুর পশ্চিম কেন্দ্র থেকে বড় ব্যবধানে সেই সময়ের কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থী বিশ্বনাথ পাড়িয়ালের কাছে পরাজিত হন। দলীয় কর্মীদের একাংশের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের ফলেই অপূর্ব মুখার্জী বড় ব্যবধানে পরাজিত হন বলে সেই সময় অভিযোগ করেন অপূর্ব মুখার্জীর অনুগামীরা। এরপর থেকেই অপূর্ব মুখার্জীকে দলীয় কর্মসূচিতে বিশেষ একটা দেখা যেত না। দুর্গাপুর পুরসভা নির্বাচনে অপূর্ব মুখার্জী ও তাঁর অনুগামীদের দলীয় প্রচারে দেখা গেলেও সেভাবে সক্রিয় ভূমিকায় দেখা যায় নি বলে দাবি করেন দলীয় কর্মীরা।
স্বভাবতই অপূর্ব মুখার্জীকে লোকসভা নির্বাচনে সক্রিয় ভূমিকায় দেখা যাবে কিনা সেই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছিল শিল্পাঞ্চল জুড়ে তখনই শনিবার দুর্গাপুরের বেনাচিতির স্বর্ণকার ভবনে তৃণমূল কংগ্রেস কর্মীদের সামনে উপস্থিত হয়ে অপূর্ব মুখার্জী নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দলীয় কর্মীদের উদ্দীপিত করায় দলীয় কর্মীরা যে বেশ উৎসাহিত তা শাসক দলের কর্মী সভার পর দলীয় কর্মীদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা গেল।