কখনও নকুলদানা বিলি করে আবার কখনও বা মমতার উন্নয়নের কথা বলে গুসকরা শহরে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমুল প্রার্থী অসিত মালের সমর্থনে ৩ কিমি হুডখোলা জিপে চেপে প্রচার করলেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার বিকালে গুসকরা শহরে রটন্তি কালীমন্দিরে নকুলদানা দিয়ে পুজো অর্পণ করে জিপে চেপে প্রচার শুরু করেন। মিছিল শেষ হয় গুসকরা রেলস্টেশন চত্ত্বরে। মিছিল থেকেই তিনি নকুলদানা বিলি করেন কর্মী সমর্থক ও সাধারণ মানুষদের। মিছিল শেষে তিনি সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে একটিও ভোট না দেওয়ার অনুরোধ করে মমতা ব্যানার্জীকে ভোট দেওয়ার অনুরোধ করেন। অন্যদিকে আউসগ্রামের তৃণমুল বিধায়ক অভেদানন্দ থাণ্ডার বলেন, নকুলদানা পুজোর প্রসাদ, মানুষকে দিলে মানুষ শান্তি ফিরে পায়, মানুষকে ভালোবাসতে শেখে।
রবিবার অনুব্রত মণ্ডল বোলপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মালের সমর্থনে প্রচারে বুদবুদের দেবশালা গ্রামে এক জনসভায় এসে বেফাঁস মন্তব্যে ভরপুর বাক্যবাণে জর্জরিত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাকে। অনুব্রত মণ্ডল উপস্থিত দর্শকদের উদ্দেশ্য বক্তব্য রাখতে গিয়ে এদিন প্রধান নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাকে একহাত নেন। অনুব্রত মণ্ডল সম্প্রতি মিশাইল উৎক্ষেপণ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদীর হাবভাব দেখে মনে হচ্ছে মোদীর দাদু ঘরের ভিতর মিশাইল তৈরি করে রেখেছিল।